জাতীয়

সৌদি পৌঁছেছেন ৮৫ হাজার ৮১১ হজযাত্রী

আসন্ন হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন হজ যাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১২৬টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১১১টিসহ মোট ২৩৭টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

Advertisement

গতকাল (বৃহস্পতিবার) মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হজ অফিস মেডিকেল ক্লিনিক মক্কা ও মদিনা থেকে স্বয়ংক্রিয় (কিয়স্ক মেশিনের সাহায্যে) চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে।

মক্কাস্থ বাংলাদেশ মেডিকেল ক্লিনিকে কিউ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সু-শৃঙ্খলভাবে হজযাত্রীরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন। আজ পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে সর্বমোট ২৪ হাজার ৮০৩টি।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

Advertisement

এমইউ/এমআরএম/এমএস