দেশজুড়ে

ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

ঢাকার সাভারে ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় জামিয়া সিদ্দিকিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

Advertisement

তবে মাদরাসা কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ তার গ্রামের বাড়ি নাটোরে পাঠিয়ে দিয়েছে। ওই শিক্ষার্থীর নাম হাবিবুর রহমান (২০)। তিনি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ওই শিক্ষার্থী মাদরাসার পানির ট্যাংকি পরিষ্কার করতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে মাদরাসা কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। খবর পেয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

আল-মামুন/বিএ