বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে নবম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রের দাদা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেট শিক্ষক আখের আলী ওরফে আপেল পালিয়ে গেছেন।
Advertisement
ওই ছাত্রের দাদা বলেন, গত মঙ্গলবার (২৩ জুলাই) আখের আলী ওরফে আপেল আমার নাতিকে কোরআন ও হাদিস শিক্ষা দেয়ার কথা বলে বাড়িতে নিয়ে বলাৎকার করে। এ সময় ছেলেটির চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে লম্পট আপেলকে মারধর করে তাকে উদ্ধার করেন। এ অপকর্মের সময় আপেলের স্ত্রী বাড়িতে ছিল না।
বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই পিন্টু লাল দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। খুব দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।
এদিকে ঘটনার সত্যতা যাচাই করতে আপেলের বাড়ি গেলে তার বাড়ি তালা বদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, এর আগেও আপেল এ ধরনের খারাপ কাজ করেছে। এ ধরনের আচরণের কারণে তার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
Advertisement
জামাল হোসেন/আরএআর/এমকেএইচ