দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় সিরাজ মেডিকেলের চেয়ারম্যানসহ নিহত ৩

নরসিংদীর মাধবদীতে ট্রাক ও পাজারো গাড়ির মুখোমুখি সংঘর্ষে চিকিৎসকসহ ৩ জনের মমান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রাইনাদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢাকার মগবাজারের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. সিরাজুল ইসলাম ( ৫৮), তার মেয়ের শ্বশুর আব্দুল খালেক (৬০) ও চালক অন্তু (৩০)। পুলিশ জানায়, ঢাকার মগবাজার এলাকার ডা. সিরাজুল ইসলাম সকালে তার মেয়ের শ্বশুরকে নিয়ে হাসপাতালের জায়গা দেখার জন্য ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। পাজারো গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রাইনাদী নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে গিয়ে পড়ে। এতে গুরুতর আহত হয় গাড়িটির তিন যাত্রী। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ডা. সিরাজুল ইসলামসহ একে একে ৩ জনের মৃত্যু হয়।মাধবদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃতু্য হয়। সঞ্জিত সাহা/এমএএস/আরআইপি

Advertisement