বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের চলমান ভ্যাটবিরোধী আন্দোলনে ছাত্রলীগকে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান ছাত্রলীগের প্রতি এ আহবান জানান।বিবৃতিতে বলা হয়েছে, আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, চলমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভ্যাটবিরোধী আন্দোলনে নানাভাবে বাধার সৃষ্টি এবং কোন কোন ক্ষেত্রে ছাত্রলীগ কর্তৃক আক্রমণের ঘটনাও ঘটছে। যখন দল মত নির্বিশেষে দেশের আপামর মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছে, তখন ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগ এই আন্দোলনে সমর্থন না দিয়ে তাদের দেউলিয়াত্বই প্রমাণ করছে।বিবৃতিতে আরো বলা হয়, স্বৈরাচারী শাসনের নিষ্পেষণে দেশের জনগণ দিশেহারা। দেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের যৌক্তিক আন্দোলনে ছাত্রদল সমর্থন দিবে এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাই বলে সরকারের আজ্ঞাবহ পুলিশ এবং ছাত্রলীগ যেভাবে দেশব্যাপী ছাত্রদলের নেতা-কর্মীদেরকে নানাভাবে হয়রানি করছে তা নজিরবিহীন।এমএইচ/এসআইএস/পিআর
Advertisement