রাজনীতি

শিক্ষা নিয়ে বাণিজ্য শুরু করেছে সরকার

সরকার শিক্ষা নিয়ে এক ধরনের বাণিজ্য শুরু করেছে এবং মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার কথা বলে অযৌক্তিক ভ্যাট চাপিয়ে দিয়ে জনগণের সঙ্গে প্রতারনা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর শাখা।রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য শাইখ নরুল ইসলাম ফারুকীর স্মরণসভা ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নেতাকর্মীরা এ মন্তব্য করেন।এসময় গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধিরোধ ও শিক্ষার্থীদের ওপর চাপানো ভ্যাট প্রত্যাহারের দাবিও জানানো হয়।বক্তারা বলেন, নাস্তিক ব্লগার হত্যার তিনদিনের মধ্যে অভিযুক্তরা গ্রেফতার হলেও নূরুল ইসলাম ফারুকী হত্যার এক বছর অতিক্রান্ত হলেও সরকার খুনিদের গ্রেফতার না করে আশ্রয়দাতা হিসেবে ভূষিত হচ্ছে।সংগঠনের সভাপতি আ জ ম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, কেন্দ্রীয় সদস্য আহমদুর রহমান, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি নূরুল হক চিশতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবদুল আউয়াল প্রমুখ।আএসএস/একে/আরআইপি

Advertisement