জাতীয়

বাড্ডায় পিটিয়ে হত্যা : আরও ৫ জন গ্রেফতার

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) রাতে ভিডিও ফুটেজ দেখে বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতাররা হলেন- বিল্লাল হোসেন (২৮), আসাদুল ইসলাম (২২), মুরাদ (২২), সোহেল রানা (৩০) ও রাজু আহমেদ (২৩)।

আরও পড়ুন > মেয়েকে দেখতে এসে গুজবের নিষ্ঠুরতায় লাশ হলেন মা

বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ধারণকৃত একটি মোবাইলের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে হয়েছিল। রাতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের আদালতে পাঠিয়ে ৭ দিন করে রিমান্ড চাওয়া হবে।

আরও পড়ুন > রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে তুবা, খুঁজছে মাকে

উল্লেখ্য, গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে আসেন তসলিমা বেগম রেনু (৪০) ওই নারী। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

পিটিয়ে হত্যার ঘটনায় ওইদিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।

Advertisement

এ ঘটনায় গত মঙ্গলবার রাতে প্রধান অভিযুক্ত হৃদয়কে (১৯) গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগের অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম। বুধবার তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এআর/এমএসএইচ/জেআইএম