২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে রাঙিয়ে রাখার উদ্দেশ্যে এরই মধ্যে নেয়া হয়েছে দারুণ সব উদ্যোগ। যার মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন।
Advertisement
গত কয়েক মাস ধরেই এ সিরিজের ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছিলো। বুধবার এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইংল্যান্ড থেকে ফিরে নিজ কার্যালয়ে বসে বুধবার বিশ্বকাপ মিশন ও বাংলাদেশ দলের ব্যাপারে কথা বলেছেন পাপন।
যেখানে উঠে এসেছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিসিবির আয়োজনের ব্যাপারেও। পাপন জানিয়েছেন যেহেতু জাতির পিতার জন্মদিন মার্চ মাসে (১৭ তারিখ), তাই সে মাসেই এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ নিয়ে দুইটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করবে বিসিবি।
এসময় দুই দলে খেলবেন কারা? কেমন হবে দুই একাদশ?- এমন সব প্রশ্ন রাখা হলে বিসিবি সভাপতি জানান যে বর্তমান সময়ের সেরা ক্রিকেটারদেরকেই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামানোর পরিকল্পনা করছে বোর্ড।
Advertisement
তবে সেক্ষেত্রে সমস্যা একটাই, নির্দিষ্ট সময়ে সব খেলোয়াড়দের পাওয়া যাবে কি-না সেটাই দেখার বিষয়। এ বিষয়ে খানিক চিন্তা থাকলেও বিসিবি সভাপতি আশাবাদী, সে সিরিজের সময় সব সেরা খেলোয়াড়দেরকেই পাওয়া যাবে।
পাপন বলেন, ‘খেলোয়াড়দের আন্তর্জাতিক সূচির ব্যস্ততা কেমন থাকবে তখন, সেটার ওপরেই নির্ভর করছে কাদের পাবো আমরা। আমি মনে করি তখন শুধুমাত্র দুইটা দল ব্যস্ত থাকবে। তবে তারা আবার টি-টোয়েন্টি খেলবে না। তাই সেসব দলের টি-টোয়েন্টি খেলোয়াড়দের পেতে পারি। বর্তমান সময়ের সেরাদের নিয়েই আয়োজনটা করতে চাচ্ছি। যেহেতু ম্যাচ দুইটির আন্তর্জাতিক স্বীকৃতি থাকবে, তাই সবাই এ ব্যাপারে সিরিয়াস থাকবে।’
এসএএস/জেআইএম
Advertisement