দেশজুড়ে

ভোটারশূন্য ভোটকেন্দ্র!

শান্তিপূর্ণ পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। প্রথম দিকে স্বল্প সংখ্যক ভোটার কেন্দ্রে এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতির সংখ্যা আরও কমতে থাকে।

Advertisement

সকাল সাড়ে ১০টার দিকে উরশিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সবকটি বুথ ফাঁকা দেখা গেছে। কেন্দ্রের বাইরে উৎসুক জনতার ভিড় থাকলেও কেন্দ্র অনেকটাই ভোটারশূন্য। ফাঁকা কেন্দ্রে অলস সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উরশিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সত্যেন্দ্র চন্দ্র চৌধুরী জানান, কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ১৪ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে তিনশ ভোট পড়েছে। ভোটাররা ফাঁকে ফাঁকে এসে ভোট দিচ্ছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা নেই।

উল্লেখ্য, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ফিরোজুর রহমান ওলিও। তার পদত্যাগে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Advertisement

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম