শিক্ষা

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু ১৯ সেপ্টেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ (বিশেষ) পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সারাদেশে একযোগে শুরু হবে। এ পরীক্ষায় শুধুমাত্র অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা ৪৭৩টি অনার্স কলেজের ১৭৬টি কেন্দ্রের মাধ্যমে ৩০টি বিষয়ে এক লাখ ৪২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন শুরুজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি (পাস) বি.এ/বি.এস.এস/বি.বি.এস প্রাইভেট/ সার্টিফিকেট কোর্স পরীক্ষায় প্রাইভেট প্রার্থী হিসেবে অংশগ্রহণে ইচ্ছুকরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আনলাইনে আবেদন করা যাবে।আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

Advertisement