রাজনীতি

বিএনপি শিয়ালের গর্তে চলে গেছে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলেও এখন কোনো আন্দেলনে নেই। তারা অনেক আগেই শিয়ালের গর্তে চলে গেছে। সেখান থেকে এখন মাঝে মাঝে বিবৃৃতি দেয়। এভাবে ক্ষমতায় যাওয়া যায় না। অন্যদিকে আওয়ামী লীগ দেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে। এখন মায়ের পেটেও শিশু গুলিবিদ্ধ হয়। দেশে গণতন্ত্র স্তব্ধ হয়ে গেছে। দেশে এখন কোনো বিচার নেই। এজন্য দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে।রোববার দুপুরে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম সরু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ বলেন, দেশের উন্নয়ন করতে হলে প্রাদেশিক সরকারের বিকল্প নেই। প্রাদেশিক সরকার একদিন করতে হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। জাতীয় পার্টি উপজেলা পরিষদ চালু করেছিল। পরবর্তীতে বিএনপি সেটি বন্ধ করে দিয়েছে। বেগম জিয়া উপজেলা পরিষদ বন্ধ করে কী ক্ষতি করেছিলেন সেগুলো লিখে শেষ হবে না।অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে এরশাদ বলেন, একজন সুস্থ মানুষ শিক্ষকদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন না। শিক্ষা পণ্য নয়, পণ্য হলে ভ্যাট দিতে হত। শিক্ষায় ভ্যাট আদায় করে কত টাকা পাবেন। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় অর্থমন্ত্রী বললেন, তিন হাজার কোটি টাকা কোনো টাকা না। বিদেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচারের টাকা দেশে ফিরিয়ে আনেন। শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাটের টাকা আদায়ের দরকার হবে না।সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সুনীল শুভ রায়, তাজ রহমান, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিনহাজুল আরেফিন। আলোচনা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ যশোর জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন। শরিফুল ইসলাম সরু চৌধুরীকে সভাপতি ও মিনহাজুল আরেফিনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।মিলন রহমান/ এমএএস/পিআর

Advertisement