খেলাধুলা

অবশেষে আফগানিস্তানকে হারাতে পারলো বাংলাদেশ

সফরররত আফগানিস্তান দলটিকে হারানো যেন ‘সোনার হরিণ’ হয়ে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দলের কাছে। চারদিনের ম্যাচের সিরিজ হারের পর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজেও প্রথম দুটিতে হেরে গিয়েছিল বাংলাদেশ জাতীয় দলের পরেই যে দলটির অবস্থান, সেই ‘এ’ দল।

Advertisement

অবশেষে সেই সোনার হরিণ ধরা দিয়েছে বাংলাদেশ ‘এ’ দলের হাতে। আবু জায়েদ রাহীর দুর্দান্ত বোলিংয়ে অবশেষে আফগানিস্তান ‘এ’ দলকে হারাতে পেরেছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ম্যাচে আবু জায়েদ রাহীর দুর্দান্ত বোলিংয়ে ১২২ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান ‘এ’ দল। জবাবে ৩০.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় বাংলাদেশ দল।

১২৩ রান করতেও ৩ উইকেট হারাতে হয়েছে। মিডল অর্ডারে ফজলে মাহমুদ ৭৯ বলে ৫৭ রান করার কারণে জয়টা সহজেই ধরা দিয়েছে। এনামুল হক বিজয় এবং সাব্বির রহমান খেলেছিলেন আগের দুই ম্যাচ। ওই দুই ম্যাচে হারের পর বিজয় আর সাব্বিরকে ছাড়াই খেলতে নামতে হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলকে। কারণ, বিজয় আর সাব্বির এখন রয়েছেন শ্রীলঙ্কায়।

Advertisement

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহীর তোপের মুখে পড়ে আফগানরা। রাহির সঙ্গে যোগ দেন স্পিনার মেহেদী হাসান। ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন রাহী। মেহেদী হাসান নেন ২৪ রান দিয়ে ৩ উইকটে। তাদের বোলিং তোপেই ৩২.৪ ওভারেই ১২২ রানে অলআউট হয়ে যায় আফগানরা।

জবাব দিতে নেমে শুরুতেই মাত্র ২ রান করে ফিরে যান মোহাম্মদ নাঈম। ১২ রান করে আউট হন জাকির হাসান। ইমরুল কায়েস ২৮ বলে ২৩ রান করে ফিরে যান। চতুর্থ উইকেটে ৭৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয় এনে দেন ফজলে মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। ম্যাচ সেরা নির্বাচিত হন আবু জায়েদ রাহী।

আইএইচএস/এমএস

Advertisement