সচিব পদে পদোন্নতি পেলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মেজবাহুল ইসলাম। তাকে পদোন্নতি দিয়ে বুধবার (২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
Advertisement
পদোন্নতির পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবেই পদায়ন করা হয়।
মেজবাহুল ইসলাম ১৯৮৫ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি প্রশাসন ক্যাডারে যোগ দেন।
২০১২ সালে তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে কর্মরত ছিলেন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে থাকার সময় ২০১৫ সালের মে মাসে তিনি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকেই গত ৫ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হন মেসবাহুল ইসলাম।
Advertisement
আরএমএম/জেডএ/পিআর