ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তিনজন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিব। মঙ্গলবার রাতে উপজেলার ঘাগুটিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন।
Advertisement
আটকরা হলেন- চিবুইক অলিভার (২৯), এলভিস চিজিওকি (২২) ও চিনেমেরে উকিচুকো (২৯)।
বুধবার দুপুরে তাদেরকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তবে কি উদ্দেশ্যে তারা ভারতে যেতে চেয়েছিল সেটি জানা যায়নি।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ওই তিন নাইজেরিয়ান নাগরিকের বাংলাদেশের ভিসার মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে ঢুকার চেষ্টা করেছিল। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
Advertisement
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জাগো নিউজকে জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকদের থানা প্রাঙ্গণে বসিয়ে রাখা হয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর