পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজার ১১৫ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৪ হাজার ৫১১ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১৫টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০৩টিসহ ২১৮টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান।
Advertisement
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরবে ১৩ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১১ ও নারী দুজন। এদের মধ্যে ১০ জন মক্কায়, দুজন মদিনায় ও একজন জেদ্দায় মারা যান।
এদিকে গতকাল মিনা এবং আরাফা ম্যাপ তৈরি করার জন্য বাংলাদেশ হজ আইটি দলের দলনেতা ও সদস্যরা মিনা এবং আরাফায় অবস্থিত বাংলাদেশি হজযাত্রীদের তাঁবুর স্থানসমূহ পরিদর্শন ও তথ্য সংগ্রহ করেছেন।
মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
Advertisement
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট সৌদিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।
এমইউ/এসআর/পিআর