বিনোদন

গুজব বন্ধ করতে মাঠে নেমেছেন তারকারা

‘ছেলেধরা’ গুজবে গেল কয়েক দিন সারাদেশে প্রায় ৩০ এর অধিক মানুষ খুন হয়েছেন। সারাদেশের মানুষ আতঙ্কিত এই বিষয়টি নিয়ে। এবার গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে এসেছেন তারকারা। নিজেদের উদ্যোগে তারা প্রকাশ করেছেন একটি ভিডিওবার্তা। পান্থ শাহরিয়ারের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন পিকলু চৌধুরী।

Advertisement

মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল থেকে ভিডিও বার্তাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়। এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ, সংগীতশিল্পী তাহসান, বেলাল খান, সিঁথি সাহা, অভিনয়শিল্পী তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, হিল্লোল, নাদিয়া, নওশীন, এফএস নাঈম, সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আবৃত্তিকার শিমুল মোস্তফা, মাসুদুজ্জামান ও নাট্যকার পান্থ শাহরিয়ার।

ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটির সুরে সুরে শুরু হয়েছে ভিডিটিওটি। তাহসান শুরু করেন গানটি। পরে অন্যান্য শিল্পীরা গানে, কবিতায়, কথায় নানা বার্তা দিয়েছেন।

নির্মাতা পিকলু চৌধুরী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে ভিডিওটি তৈরি করেছি। সবাই মিলে যে কোনও গুজব প্রতিরোধ জরুরি হয়ে পড়েছে। ভিডিওটিতে যারা অংশ নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

Advertisement

নির্মাতা পিকুল জানান, এই ভিডিওটি কপিরাইট ফ্রি রাখা হয়েছে। ফলে যে কেউ চাইলে এটি নির্দ্বিধায় সোশ্যাল মিডিয়ায় আপলোড ও যে কোনও টিভি-রোডওতে প্রকাশ করতে পারবেন।

এমএবি/জেআইএম