দীর্ঘ ছয় বছর পর সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের নেতৃত্বাধীন খুলনা জেলা জাতীয় পার্টির (জাপা) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার নগরীর শহীদ হাদিস পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।দলীয় সূত্র জানায়, সম্মেলনের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে থাকবেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। ইতোমধ্যে ৭৫ সদস্য বিশিষ্ট সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে ৫৪৪ জন কাউন্সিলর, প্রায় পাঁচ হাজার ডেলিগেটের উপস্থিতি থাকবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন। এদিকে, সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। আর দলের শীর্ষপদসহ অন্যান্য পদ লাভের আশায় স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের কাছে শেষ সময়ের দৌঁড়-ঝাপ করছেন। এ সম্মেলনে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা জাপার ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মধুর নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদের জন্য দৌঁড়-ঝাঁপ করছেন চারজনের নাম। তারা হলেন, সাবেক এমপি এম হাদীউজ্জামান ও মো. মোক্তার হোসেন, মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও ইসমাঈল হোসেন খান টিপু। অন্যদিকে, সম্মেলন সফলের লক্ষে সকল ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, সকল উপজেলা ও পৌরসভা কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে জেলা জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে জেলা জাপার ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মধু বলেন, সম্মেলন সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। একটি উপজেলার সম্মেলন বাকি রয়েছে, যা আগামী ৮ তারিখে সম্পন্ন হবে।আলমগীর হান্নান/এআরএ/আরআইপি
Advertisement