সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জিকে গউছ এবং হুজির শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ ১৪ জনকে আদালতে নেয়া হয়েছে। রোববার বেলা ১১ টায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর বিচারক মো.মকবুল আহসানের এজলাসে তাদের হাজির করা হয়।এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে পুলিশের ভ্যান গাড়ি থেকে নামেন বাবর ও গউছ। এরপর একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে হুইল চেয়ারে করে নামানো হয় অসুস্থ আরিফুল হক চৌধুরীকে। শারীরিক অসুস্থতায় কাতর আরিফকে এ সময় কাদঁতে দেখা যায়। তার চোখের কোণে জল এসে পড়ে। পরে তাকে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের দ্বিতীয় তলায় এজলাসে নিয়ে যায় পুলিশ।আরিফের অসুস্থতাজনিত কারণে তাকে আদালতে এতোদিন হাজির করতে পারেনি পুলিশ। আর আরিফ হাজির না থাকায় চাঞ্চল্যকর এই হত্যা মামলার চার্জ গঠনের তারিখ নয় দফায় পেছাতে বাধ্য হন আদালতের বিচারক। সম্প্রতি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ করে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে সিলেটের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।রোববার সকাল থেকে মামলার শুনানি উপলক্ষে বিএনপি নেতাকর্মী ও সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ উৎসুক জনতা আদালত পাড়ায় ভিড় জমান। ছামির মাহমুদ/এসএস/আরআইপি
Advertisement