আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম তদারকি, সমন্বয়, হজযাত্রী সেবা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রশাসনিক দলে অন্তর্ভুক্ত হয়েছেন আরও পাঁচ কর্মকর্তা।
Advertisement
এদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মর্যাদার তিন কর্মকর্তা হলেন- মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ কুদ্দুস আলী সরকার ও মো. আব্দুস সালাম সোনার।
অপর দুইজন হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবুল কাশেম মোহাম্মদ শাহিন ও ধর্ম মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মাসুদ আলম।
তারা সবাই মক্কায় অবস্থান করবেন। ফ্লাইটপ্রাপ্তি সাপেক্ষে আগামী ৪ আগস্ট তারা সৌদি আরব যাবেন এবং ১৮ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন।
Advertisement
সোমবার (২২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রশাসনিক আদেশ জারি হয়।
এর আগে গত ২৬ জুন প্রথম দফায় সাত সদস্যবিশিষ্ট প্রশাসনিক দল গঠন করে ধর্ম মন্ত্রণালয়।
এমইউ/বিএ/এমকেএইচ
Advertisement