দেশজুড়ে

স্ত্রীকে কুপিয়ে মেরে ফেললেন স্বামী

স্ত্রীকে কুপিয়ে মেরে ফেললেন স্বামী

নওগাঁর ধামইরহাটে ছাবিনা ইয়াছমিন (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। ঘটনার পর স্বামী নুর মোহাম্মদ (৩৫) পালিয়ে গেছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার রামরামপুর তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নুর মোহাম্মদ মানসিকভাবে অসুস্থ। এজন্য নিয়মিত তাকে ইনজেকশন দিতে হয়। রাতে তিনি রান্নার কাজে তরকারি কেটে স্ত্রী ছাবিনাকে সহযোগিতা করছিলেন। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। নুর মোহাম্মদ উত্তেজিত হয়ে পড়লে ছাবিনা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে হাসুয়া দিয়ে পিঠে কোপ দেন নুর মোহাম্মদ। এতে ঘটনাস্থলেই মারা যান ছাবিনা। প্রতিবেশিরা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। ঘটনার পর পালিয়ে গেছেন ঘাতক নুর মোহাম্মদ।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আব্বাস আলী/আরএআর/এমকেএইচ

Advertisement