আন্তর্জাতিক

সোমালিয়ায় হোটেলে বোমা হামলা, নিহত অন্তত ১৭

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের একটি হোটেলে বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। সোমবার এ হামলার ঘটনা ঘটে বলে মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Advertisement

প্রতিবেদনে বলা হচ্ছে, আল-কায়েদার সঙ্গে যুক্ত ইসলামী সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। জাতিসংঘ সমর্থিত সোমালিয়ার দূর্বল সরকারকে ক্ষমতাচ্যুত করতে দীর্ঘদিন ধরে দেশটিতে সশস্ত্র হামলা করে আসছে গোষ্ঠীটি।

রয়টার্স বলছে, রাজধানী মোগাদিসুর মদিনা হাসপাতালে হামলায় নিহত ১৭টি মরদেহ এবং ২৮ জন গুরুতর আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউসুফ।

হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফারাহ হুসেইন নামের এক স্থানীয় দোকানদার। তিনি জানালেন, প্রথম বিস্ফোরণটি হয় সড়কের মূল তল্লাশি চৌকিতে পরে সেটি মোগাদিসু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে অগ্রসর হয়।

Advertisement

১৯৯১ সালে বিদ্রোহীরা সরকারকে উৎখাত করলে সোমালিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়, যা এখনও চলছে। আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী এবং যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষিত বাহিনী থাকা সত্ত্বেও রাজধানী মোগাদিসুতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আল শাবাব। দেশটিতে নামমাত্র সরকার বিরাজ করছে। নেই তেমন নিয়ন্ত্রণ ক্ষমতা।

এসএ/জেআইএম