দেশজুড়ে

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সাতক্ষীরায় নজরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে দিন দুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার আগড়দাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

Advertisement

পুলিশ জানিয়েছে আজ (সোমবার) দুপুর ১২টার দিকে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ছোট জামতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন তিনি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন নজরুল ইসলাম। দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হয়েছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।

Advertisement

তিনি আরও বলেন, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে জানাতে পারব।

আকরামুল ইসলাম/এমএমজেড/পিআর