খেলাধুলা

নিজ ইচ্ছাতেই ভারতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন ধোনি

একদিন আগেই ঘোষণা হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি- তিনটি দলই একযোগে ঘোষণা করেন ভারতীয় জাতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রাসাদ। যেখানে উপস্থিত ছিলেন অধিনায়ক বিরাট কোহলিও। নির্বাচক কমিটির আমন্ত্রণেই সেখানে উপস্থিত থাকেন কোহলি।

Advertisement

এমএসকে প্রাসাদ যখন দল ঘোষণা করছিলেন, তখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল একটি নাম। মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক এই অধিনায়ককে কি ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে রাখা হচ্ছে নাকি বাদ দেয়া হচ্ছে?

এমএসকে প্রাসাদ দল ঘোষণার পরই সবার কাছে স্পষ্ট হয়ে গেলো, টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে- কোথাও নেই ধোনির নাম। তাহলে কি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ধোনিকে ছাঁটাই করে ফেললো? তাকে কি তাহলে আর কোনো সুযোগ দেয়া হবে না?

এমন জ্বল্পনা-কল্পনা শুরু হয়ে যায় দল ঘোষণার সংবাদ সম্মেলনেই। আবার কারো কারো চিন্তার বিষয়, ধোনি কি তাহলে নিজে নিজে অবসর নেয়ার পথে চলে গেলেন? আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও বিসিসিআইয়ের এমন উপেক্ষার শিকার হয়ে কি শেষ পর্যন্ত বিদায় বলবেন?

Advertisement

বিশ্বকাপের আগে থেকেই তো ধোনির অবসর নিয়ে গুঞ্জন। বিশ্বকাপ চলাকালীন সময়েই চারদিকে ছড়িয়ে পড়েছিল, বিশ্বকাপ শেষেই অবসরের ঘোষণাটা দেবেন সাবেক বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

বিশ্বকাপের পরও ভারতীয় ক্রিকেটে একমাত্র ইস্যুই হচ্ছে যেন ধোনির অবসর। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে তার নাম দেখে গুঞ্জন মাথাছাড়া দিয়ে উঠলো। সংবাদ সম্মেলনেই স্বাভাবিকভাবে প্রশ্নের মুখোমুখি হলেন প্রধান নির্বাচক এমএসকে প্রাসাদ। সেখানেই তিনি জানালেন, ‘আমরা বাদ দিইনি। নিজ ইচ্ছা থেকেই সরে দাঁড়িয়েছেন এমএস ধোনি। তিন নিজেই আমাদেরকে জানিয়েছেন, এই সিরিজে থাকবেন না।’

ভারতের প্রধান নির্বাচকই জানিয়েছেন, ধোনি এই সিরিজে খেলবেন কি না তা জানার জন্য তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছিল। প্রতিবারই জানিয়েছেন, এই সিরিজে তিনি নেই। এমএসকে প্রাসাদ বলেন, ‘বিশ্বকাপ পর্যন্ত আমাদের একটা নির্দিষ্ট প্ল্যান এবং রোডম্যাপ ছিল। বিশ্বকাপের পর আমরা কিছু পরিকল্পনা পরিবর্তন করে নিয়েছি এবং আমরা চিন্তা করছি, রিশাভ পান্তের মত উদীয়মান উইকেটরক্ষক ব্যাটসম্যানকে সুযোগ দেয়া খুব জরুরি। এ বিষয়টাও আমরা ধোনির সঙ্গে আলোচনা করেছি। বরং এটা বলতে পারি, ধোনির মত কিংবদন্তী জানে কখন অবসর নিতে হবে।’

আইএইচএস/পিআর

Advertisement