একবিংশ শতকের দুনিয়ায় একজন মানুষ কী পরবেন তিনি তা বাছাই করেন পরিধেয়টি অনুভবে কতোটা আরামপ্রদ, চলন-বলন কিংবা লাইফস্টাইলের সাথে কতোটা মানানসই তার বিচার দিয়ে। অনেক চ্যালেঞ্জ পাড়ি দিয়েই আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে ডেনিম। চলার পথের প্রতিটি বাঁধা তাকে উদ্বুদ্ধ করেছে নিজেকে আরও একটু ছাড়িয়ে, আরও একটু ওপরে উঠে আসতে, অবিকল সুদক্ষ একজন খেলোয়াড় কিংবা গেমারের মতো।এই ধারাবাহিকতায় ডেনিমজিনসডটকম বাংলাদেশ-এর চতুর্থ পর্বে, দুই দিনের বর্ণাঢ্য আয়োজন হতে যাচ্ছে রাজধানীর র্যাডিসন প্রাঙ্গণে আগামী ৭-৮ অক্টোবর। ডেনিম প্লেয়ারদের অদম্য মন্ত্রে উজ্জীবিত হয়ে এবারের প্রদর্শনীর থিম নির্বাচিত হয়েছে ‘ডেনিম প্লেগ্রাউন্ড’ এবং ঢাকার এ আয়োজনের থিম হবে ‘ডেনিম প্লেগ্রাউন্ড ঢাকা’। ডেনিম মেলায় দেশবিদেশের উদ্যোক্তারা তুলে ধরবেন তাদের রকমারি উদ্ভাবন। সত্যিকার অর্থেই এটি হয়ে উঠবে ডেনিমপ্রেমীদের ক্রীড়াপ্রাঙ্গণ।এ বিষয়ে ডেনিমঅ্যান্ডজিনস বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সন্দ্বীপ আগারওয়াল বলেন, সারা দুনিয়ায় ডেনিমের যে বাজার সম্ভাবনা রয়েছে সেখানে ক্রমশ গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে নিজেকে অপরিহার্য করে তুলছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের বাজারে এ মুহূর্তে জিনসের বৃহত্তম রফতানিকারক আমরাই। পাশাপাশি, বাংলাদেশের আগমনী পদধ্বনি আরও শোনা যাচ্ছে ভারত, চীন, লাতিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালি বাজারগুলোতেও। সারা দুনিয়ার ডেনিম ক্রেতাদের চাহিদা মেটানোর জন্যে যে পর্যায়ের অবকাঠামো, জনবল এবং আর্থিক সূচক থাকা আবশ্যক তার বিচারেও এক অনন্য অবস্থানে বিরাজ করছে বাংলাদেশ।গতবারের মিলনমেলায় দেশবিদেশের খ্যাতিমান খুচরা ও পাইকারি বিক্রেতা, কারখানা, বায়িং হাউজসহ আরও যেসব খ্যাতিমান ব্র্যান্ডের হাজিরা ঘটেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো- টেসকো, টম টেইলার, সিঅ্যান্ডএ, কেয়ারেফোর, কুলক্যাট, সিলিও, চার্লস ভোগলে, ইউনিকলো, এস অলিভার, ওয়ালমার্ট, ডেবেনহ্যামস, ডিউহার্স্ট, এল কোর্টে ইনগলস, এসপিরিট, গ্রুপপো কয়েন, এইচঅ্যান্ডএম, হেমা, হারমিস, ওটো, ইনডিটেক্স, কাপপাহল, কেমার্ট, এলসিওয়াইকিকি (টেমা), লেভিস্ট্রসঅ্যান্ডকো, লিঅ্যান্ডফাং, লিনডেক্স, মার্কঅ্যান্ডস্পেন্সার, মনডায়াল, নিউটাইমস, নেক্সট, পেরিএলিস, পিভিএইচ, রেডপয়েন্ট, সেইনসবারিস, টার্গেট এবং ভিএফ।মার্চের ওই প্রদর্শনীতে হাজির থেকে আমাদের বিশেষভাবে উদ্দীপ্ত করেন দুনিয়াজোড়া ‘ডেনিমের গডফাদার’ হিসেবে খ্যাত অ্যাড্রিয়ানো গোল্ডস্মিদ এবং খ্যাতিমান কনসালট্যান্ট পিয়েরো টার্ক। সম্মানিত তিন পরিবেশকের সহায়তায় সম্পন্ন হয় ফ্যাশন ইন ডেনিম ইভেন্ট ‘ফ্যাশনিম’।এইচএন/পিআর
Advertisement