কোরবানির পশুর বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করার জন্য সব সরকারি-বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
Advertisement
মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর সভাপতিত্বে আজ (রোববার) এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা শহরে বর্জ্য পরিষ্কার করার ও ঢাকা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্য সিটি কর্পোরেশনের প্রতিনিধি এ সভার মাধ্যমে সবার প্রতি আহ্বান জানান।
সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিনামূল্যে পরিবেশসম্মত ব্যাগ সরবরাহ করা হবে বলেও তিনি অবহিত করেন। মহানগরীর প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতার জন্য মাইকিংসহ জনসচেতনতামূলক স্টিকার ও লিফলেট বিতরণের ব্যবস্থাও গ্রহণ করা হবে। সভা থেকে ৪ লাখ লিফলেট বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়।
সারা দেশে এ লিফলেট বিতরণ করা হবে। এ ছাড়া জেলা তথ্য অফিসের মাধ্যমে মাইকিং ও ডকুমেন্টারি প্রদর্শনের মধ্যমে জনসচেতনতা তৈরি করা হবে।
Advertisement
এমইউ/এনএফ/পিআর