জাতীয়

কেবিন ক্রু নিয়োগের নামে অর্থ আদায়, অতঃপর শ্রীঘরে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু নিয়োগে অসদুপায় অবলম্বন করে আর্থিক লেনদেন করার দায়ে বিমানে কর্মরত শরীফুল আলমকে পুলিশে দেয়া হয়েছে। রোববার দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকা পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ তাকে পুলিশে সোপর্দ করে।

Advertisement

জানা গেছে, আটক যুবক বিমানের প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগে প্রকিউরমেন্ট সুপারভাইজার পদে কর্মরত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক প্রশাসন আজিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘গোয়েন্দা সংস্থার মাধ্যমে পরিচালক নিশ্চিত হন যে, শরীফুল আলম কেবিন ক্রু নিয়োগে মৌখিক পরীক্ষায় পাশ করানোর কথা বলে ১০ থেকে ১২ ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়েছে। তবে কি পরিমাণ অর্থ নিয়েছে তা এখনো জানা যায়নি। পরে তার মোবাইল তল্লাশি করে বেশ কিছু প্রার্থীর প্রবেশপত্র পাওয়া যায়।’

ওসি নূর আজম বলেন, ‘আসামি শরীফুল আলম বিমানবন্দর থানায় রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Advertisement

উল্লেখ্য, ১৯ জুলাই কেবিন ক্রু নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একই দিনে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। মৌখিক পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

আরএম/এমআরএম/পিআর