জাতীয়

বন্যাদুর্গত এলাকায় দ্রুত ত্রাণ পাঠানোর সুপারিশ

কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি।

Advertisement

সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মাসুদ উদ্দিন চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।

বৈঠকে বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকায় বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ প্রকল্প সম্পর্কে আলোচনা হয়। কমিটি সঠিক স্থান নির্বাচন করে জনস্বার্থে ও প্রয়োজনের নিরিখে সেতু/কালভার্ট নির্মাণ করার সুপারিশ করে। এ ছাড়া এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য পরামর্শ দেয়া হয়।

এইচএস/এনডিএস/জেআইএম

Advertisement