ইউএস ওপেনে মহিলাদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন ইতালিয়ান ফ্লাভিয়া পেনেত্তা। আর জয়ের পরই টেনিস থেকে অবসর নেওয়ার কথা জানালেন বিশ্ব টেনিসের ২৬ নাম্বার এই বাছাই। তবে চলতি মৌসুমে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ৩৩ বছরের পেনেত্তা। দুই স্বদেশীর খেলা দেখতে দেখতে এদিন নিউইয়র্কে উপস্থিত ইতালির প্রধানমন্ত্রী মাতিও রেঞ্জি। ফাইনালে স্বদেশী রবের্তা ভিঞ্চিকে সরাসরি ৭-৬ (৭/৪) ও ৬-২ সেটে হারিয়ে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাধ পেলেন এই ইতালিয়ান। সেমিফাইনালে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে টেনিস মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন রবের্তা ভিঞ্চি। তবে ফাইনালে তেমন কোন চমক দেখাতে পারেননি এই তারকা। হারলেও স্বদেশী পেনেত্তা ট্রফি জেতায় খুশি তিনি।জয়ের পর নিজের অবসরের কথা জানিয়ে পেনেত্তা বলেন, ‘আমার মনে হয় এটাই সঠিক সময়। সিদ্ধান্ত নেয়া অনেক কঠিন ছিল কিন্তু আমি খুব খুশি যে আমি তা করতে পেরেছি। আমি খুবই খুশি এবং নিজেকে নিয়ে গর্ববোধ করছি।’আরটি/এমআর/এমএস
Advertisement