দেশজুড়ে

রায়পুরে ছাত্রলীগের ‘বঙ্গবন্ধুকে জানো’ কর্মসূচি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী নামের বইটি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ‘বঙ্গবন্ধুকে জানো’ কর্মসূচির আওতায় ছাত্রছাত্রীদের গত এক মাস ধরে এ বই দেয়া হচ্ছে। শিক্ষার্থীরা বইটি পড়ার পর তার মধ্য থেকে কুইজ প্রতিযোগিতাও থাকবে। বিজয়ীদেরকে ল্যাপটপসহ মূল্যবান পুরস্কার দেয়া হবে। দলীয় সূত্র জানা যায়, ইতোমধ্যে রায়পুর মার্চেন্টস একাডেমি, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এল এম পাইলট উচ্চ বিদ্যালয়, লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয়, বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় ও জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ ১৮টি প্রতিষ্ঠানে বইটি দেয়া হয়েছে। এ নিয়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে মাধ্যমিক স্তরের প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে এ বইটি দেয়া হবে।এ ব্যাপারে রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া জাগো নিউজক বলেন, ছাত্রছাত্রীরা যেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী সর্ম্পকে সঠিক ধারণা পান এজন্য আমাদের এ কর্মসূচি। এ শিক্ষা তারা বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। পরবর্তীতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। কাজল কায়েস/এমজেড/পিআর

Advertisement