লালমনিরহাটে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত হয়েছেন মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধা (৬০)। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ওই বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন জিল্লুর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)।
Advertisement
শনিবার রাতে জেলা শহরের কলাবাগান কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন (পাগল) এক বৃদ্ধা শহরের কলাবাগান কলোনি এলাকায় পরিত্যাক্ত রেললাইনে বসেছিলেন। এ সময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দিতে শুরু করে। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করতে যায়। এ সময় স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে আহত হন এসআই জিল্লুর রহমান। পরে ওই বৃদ্ধাকে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আহত বৃদ্ধার পরিচয় পাওয়া না গেলেও অনেকেই তাকে দীর্ঘদিন ধরে লালমনিরহাট শহরের বিভিন্ন গলিতে দেখেছেন বলে জানিয়েছেন।
Advertisement
জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক বলেন, অপরিচিত কাউকে কোনো প্রকার সন্দেহ হলে আইন হাতে তুলে না নিয়ে নিকটস্থ পুলিশকে খবর দিন। সন্দেহ হলেই কেউ অপরাধী নয়। মাথা কাটা বা ছেলেধরা এটা গুজব মাত্র। গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
রবিউল হাসান/এমএমজেড/এমএস