বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে এনজিও কর্মী প্রিয়া সাহার বিষোদগারের প্রতিবাদে বিরুদ্ধে খুলনায় পৃথকভাবে মামলার অনুমতি চেয়েছেন দুই ব্যক্তি। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল ও জনৈক মদন কুমার সাহা।
Advertisement
পরে মো. কামরুজ্জামান জামাল গণমাধ্যমকে বলেন, আজ (রোববার) বেলা ১১টার দিকে তিনি খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়েরের আর্জি দাখিল করেছেন। আর্জিতে উল্লেখ করা হয়েছে, এনজিও কর্মী প্রিয়া সাহা বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যাচার করেছেন। যা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করেছে। একই সঙ্গে তিনি (প্রিয়া সাহা) বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে তথ্য সেখানে উপস্থাপন করেছেন তারও কোনো ভিত্তি নেই।
তিনি আরও বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছেন। পরবর্তী তারিখ এখনও পাওয়া যায়নি।
অপর মামলাটি দায়ের করেছেন মদন কুমার সাহা। তিনিও তার আর্জিতে একই কথা উল্লেখ করেছেন।
Advertisement
আলমগীর হান্নান/এমএস