স্বনামধন্য সংগীত ব্যক্তিত্ব লাখী আখন্দ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নানা রকম চেকআপ শেষে জানা গেছে, তার ক্যান্সারটি চতুর্থ পর্যায়ে (সর্বোচ্চ স্টেজ) রয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানালেন ব্যাংককের পায়াথাই হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞরা আরো জানালেন, লাকী আখন্দের ফুসফুস ক্যান্সারের ম্যাটেস্থেসিস হয়েছে। এরইমধ্যে সারা শরীরে ছড়িয়ে পড়েছে ক্যান্সার কোষ। তাছাড়া ফসফুসের ক্যান্সার পিন্ডটি এত বড় যে- তা আর অপারেশন করে ফেলে দেওয়া সম্ভব নয়। ক্যান্সারের এটা শেষ স্তর (চতুর্থ স্তর)।নিজের শরীরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন লাকী আখন্দ নিজে ও তার পরিবার। প্রসঙ্গত, লাকী আখান্দের উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হয়েছে গেল বৃহস্পতিবার। সেখানকার পায়াথাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে লাকীর তত্ত্বাবধান করছেন মেয়ে মাম্মিন্তি। তার আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ১ সেপ্টেম্বর ভর্তি করা হয়েছিল তাকে। সপ্তাহখানেক পর তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম এই শিল্পী অসংখ্য গানের সুর করেছেন, গেয়েছেনও। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে নিজের গাওয়া এই নীল মনিহার, সামিনা চৌধুরীর কণ্ঠে কবিতা পড়ার প্রহর এসেছে, কুমার বিশ্বজিতের যেখানে সীমান্ত তোমার, ফেরদৌস ওয়াহিদের মা মনিয়া, জেমসের কণ্ঠে লিখতে পারিনা কোনো গান প্রভৃতি।এলএ/এমএস
Advertisement