নেত্রকোণায় শিয়ালের কাছ থেকে হাঁস-মুরগি বাঁচাতে খামারে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি ও নাতির করুণ মৃত্যু হয়েছে। শনিবার রাতে নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বলনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন- বলনিয়া গ্রামের নজরুল পইসলামের স্ত্রী শরীফা আক্তার (৪৮) ও তার নাতি আরমান হোসেন (৮)।
মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, বাড়িতে একটি ছোট ঘরে খামার করে হাঁস-মুরগি পালন করত পরিবারটি। শিয়ালসহ কিছু বন্যপ্রাণী প্রায়ই হানা দিয়ে খামারের হাঁস-মুরগি খেয়ে ফেলত। তাই খামারের চারদিকে বিদ্যুতায়িত করে ফাঁদ পেতে রাখা হয়।
রাতে খামারে হাঁস-মুরগি ঠিকঠাক আছে কি-না দেখতে গেলে অসাবধানতাবশত শিশু আরমান বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার দাদিও গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Advertisement
এদিকে জেলার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জেলের মৃত্যু হয়েছে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কামাল হোসাইন/এফএ/এমএস
Advertisement