কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে জুয়েল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া গ্রামের আ. হেকিমের ছেলে। শনিবার (২০ জুলাই) রাত পৌনে ৮টায় ভৈরব রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
Advertisement
জানা গেছে, ঘটনার সময় ওই যুবক ঢাকা-সিলেটগামী কালনী আন্তঃনগর চলন্ত ট্রেন থেকে স্টেশনে নামতে যান। এ সময় ট্রেনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে লোকজন দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান জানান, কালনী আন্তঃনগর ট্রেনটি সিলেট যাওয়ার সময় ভৈরবে বিরতি নেই। ওই যুবক চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, চলন্ত ট্রেন থেকে না নামতে যাত্রীদের প্রতিনিয়ত মাইকিং করে সতর্ক করা হয়। নিহত জুয়েল অসতর্কতার সাথে কালনী ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ হারান। তার স্বজনরা খবর পেয়ে ভৈরবে এসেছে। তবে এ ঘটনায় নিহতের পরিবার কোনো তদন্ত চাননি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মরদেহ হস্তান্তর করা হবে।
Advertisement
আসাদুজ্জামান ফারুক/এমএসএইচ