ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাস উদ্দিনের আহ্বানে সাড়া দেয়নি ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি ভ্যাট প্রত্যাহারের ঘোষণা না দেয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছু হটবেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা পৌনে ১১ টায় রাজধানীর প্রগতি সরণিতে অবস্থান নেয়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে সড়ক থেকে ফিরে যাওয়ার আহ্বান জানাতে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান একইসঙ্গে যিনি বাংলাদেশ পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন। তিনি শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, আগামী ২ বছর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোন শিক্ষার্থীকে অতিরিক্ত টাকা দিতে হবে না। প্রতিষ্ঠান এটা বহন করবে। ফরাস উদ্দিনের এরকম আশ্বাসের পরও সড়ক ত্যাগ করেননি আন্দােলনরত শিক্ষার্থীরা। তারা জানান, যতক্ষণ পর্যন্ত না সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আন্দােলন চালিয়ে যাবেন তারা। এদিকে সরেজমিন ঘুরে দেখা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে সড়ক বন্ধ রাখার কারণে এই পথ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে আন্দােলন করছেন শিক্ষার্থীরা। আন্দােলন শুরুর সময় সকালে পুলিশ বাধা দিলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন অপ্রীতিকরা ঘটনা ঘটেনি। আন্দােলনস্থলে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এমএম/এসএইচএস/এমএস
Advertisement