স্বাস্থ্য

ফেলোশিপ গ্রহণে লন্ডন গেলেন বিএসএমএমইউ উপাচার্য

চিকিৎসা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করতে লন্ডনে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

Advertisement

আগামী ২৩ জুলাই তাকে সম্মানসূচক ফেলোশিপ ডিগ্রি প্রদান করবে রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অব লন্ডন। ১৯ জুলাই সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

গত বছর রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অব লন্ডনের প্রেসিডেন্ট ইলেক্ট ডা. আন্দ্রে গুড্ডার্ড ইমেইলে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার ফেলো হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আগামী ২৮ জুলাই কাতার এয়ারওয়েজের বিমানে দেশে ফিরবেন। অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গে তার সহধর্মিণী অধ্যাপক ডা. শিউলী চৌধুরী এবং ছেলে ডা. সুদীপ বড়ুয়া লন্ডনে যান।

Advertisement

এমইউ/এমআরএম/জেআইএম