জাতীয়

দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

Advertisement

শনিবার এক বার্তায় এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান যুক্তরাজ্যে অনুষ্ঠিত দিনব্যাপী ‘দি চিফ অব দি এয়ার স্টাফস এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারন্সে’ অংশগ্রহণ করেন।

এ বছর কনফারেন্সের বিষয়বস্তু ছিল ‘মাল্টি ডমেইন অপারশেনস্ ফর দি নেক্সট জেনারেশন এয়ার ফোর্স।’

Advertisement

সম্মেলনে আকাশ, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তি এবং পরিকল্পিত অপারেশনের জন্য সম্ভাব্য জটিল চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে যুক্তরাজ্যের জ্যেষ্ঠ মন্ত্রী, বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

ভবিষ্যৎ প্রজন্মের বিমান বাহিনীর স্থায়ী কার্যকারিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে সম্মেলনে আশা করা যায়।

গত মঙ্গলবার (১৬ জুলাই) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

Advertisement

এমইউ/বিএ/জেআইএম