জাতীয়

শিক্ষকদের কর্মবিরতিতে স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিসমূহ এবং তাদের অবমাননার বিষয়টি বিবেচনা না করে মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেয়ার প্রতিবাদে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি। শিক্ষকদের এমন কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম। পরীক্ষাসমূহ যথা সময়ে শুরু হলেও কোনো বিভাগে ক্লাস হচ্ছে না।রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বিকেল ৫টা পর্যন্ত। একই সাথে দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচিও পালন করছেন শিক্ষকরা।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে পূর্ণ দিবস কর্মবিরতি। সকাল থেকেই কোন বিভাগে ক্লাস হয়নি। তবে পরীক্ষা সমূহ রুটিন মোতাবেক অনুষ্ঠিত হচ্ছে।এদিকে সাম্প্রতিক সময়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিয়ে অর্থমন্ত্রীর বিভ্রান্তিকর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সেখান থেকে কঠোর আন্দোলনের ডাকও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।শিক্ষকরা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিসমূহ এবং অবমাননার বিষয়টি বিবেচনা না করেই মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেয়া হয়েছে। এমনকি সিলেকশন গ্রেডও বাতিল করা হয়েছে। ফলে এ বেতন কাঠামোয় শিক্ষকদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। উপরন্তু শিক্ষকদের দাবি আদায়ে কোন ধরনের কার্যকর পদক্ষেপও গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হচ্ছে শিক্ষকদের। এমএইচ/এসএইচএস/এমএস

Advertisement