অর্থনীতি

আইএসও সনদ পেল ১০ প্রতিষ্ঠান

আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে ১০টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান করা হয়েছে। এর মধ্যে ৯০০১:২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) এর ওপর ৮টি এবং আইএসও ২২০০০:২০০৫ (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম) এর উপর ২টি প্রতিষ্ঠানকে সনদ প্রদান করা হয়।

Advertisement

শনিবার (২০ জুলাই) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে ১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআই’র পরিচালক (পদার্থ) এবং ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশনের প্রধান প্রকৌশলী শামীম আরা বেগম।

আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টিগ্রেটেড পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ড্রিম মাশরুম সেন্টার, বিডি ফুডস লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারার লিমিটেড, আলপাইন ফ্রেশ ওয়াটার সিস্টেম লিমিটেড, গার্ডিয়ান নেটওয়ার্ক, ঝলক হাইস্পিড ইন্ডাস্ট্রিজ। এসব প্রতিষ্ঠানকে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের অনুকূলে কোয়ালিটি ব্যবস্থাপনার ওপরে আইএসও ৯০০১:২০১৫ সনদ প্রদান হরা হয়।

এছাড়া রিগস হার্বস ও এ.টি. হক লিমিটেডের অনুকূলে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর আইএসও ২২০০০:২০০৫ সনদ প্রদান করা হয়। এ সময় সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

এমইউএইচ/এমআরএম/এমএস