রাজধানীর মতিঝিল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পুলিশ। শনিবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপি’র উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম।গ্রেফতারকৃতরা হলেন মিলন মিয়া ও মাসুদ মৃধা ওরফে লেলিন। এসময় তাদের কাছ থেকে ১টি সচল ছয় চেম্বার বিশিষ্ট রিভলবার, ২টি রিভলবারের গুলি, ১ সেট ডিএমপি পুলিশের পোষাক, ১টি কালো লাইলনের বেল্ট, ১ জোড়া স্টীলের হ্যান্ডকাপ ও ২টি ছোরা উদ্ধার করা হয়।মুনতাসিরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। ঢাকা মহানগরসহ আশেপাশের জেলা শহরে তারা ডাকাতি করে থাকে। এ সংক্রান্তে মতিলিঝ থানার মামলা নং- ১২/০৯/২০১৫ খ্রিঃ ধারা-১৭০/৩৯৯/৪০২পিসি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলমের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার নুরুন্নবীর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা এ অভিযান পরিচালনা করেন।জেইউ/এআরএস/এমএস
Advertisement