শিমুলিয়া-কাওরাকান্দি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে অনেকটাই হিমসিম খাচ্ছে ফেরি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের দাবি চাপ থাকলেও বড় ধরনের ভোগান্তি নেই যাত্রীদের। তবে যাত্রীরা অভিযোগ করেছেন ফেরি পার হতে তাদের ঘাটে এক থেকে দুই ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি বন্ধ থাকার কারণে ওই রুটের অনেক যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহার করছে। ফলে শুক্রবার থেকেই উভয় ঘাটে যানবাহনের চাপ বাড়ে। বাড়তি চাপ সামাল দিতে শিমুলিয়া-কাওরাকান্দি রুটের দুটি রো-রো ফেরি এই রুটে আনা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ১৮টি ফেরি চলাচল করছে।এদিকে অতিরিক্ত চাপের কারণে ফেরি পার হতে যানবাহনগুলোকে ঘাটে এক থেকে দুই ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ চরমে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হলেও ঘাটে আটকা পড়ছে পণ্যবাহী অনেক পরিবহন।বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জাগো নিউজকে জানান, যাত্রীবাহী পরিবহন পারাপার শেষ হলেই পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। একারণেই পণ্যবাহী পরিবহনগুলোকে ঘাটে একটু বেশি অপেক্ষা করতে হয়। তবে যাত্রী ভোগান্তি কমাতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছেও বলে জানান তিনি।যানবাহনের অতিরিক্ত চাপের মধ্যে ঘাটের আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার হারুন-অর রশিদ জাগো নিউজকে জানান, যানবাহনের চাপের কথা মাথায় রেখে ঘাটে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।যানবাহনগুলো যেন সুশৃঙ্খলভাবে ফেরিতে উঠতে পারে এজন্য সিরিয়াল ঠিক রাখতে ট্রাফিক পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। সিরিয়াল কাউন্টার সিসিটিভির আওতায় আনা হয়েছে। যাতে কোনো রকম অনিয়ম ও দুর্নীতি না হয়।বিএম খোরশেদ/বিএ
Advertisement