খেলাধুলা

কোরিয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তিন সাঁতারু

ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের তিন সাঁতারু জুয়েল আহমেদ, আরিফুল ইসলাম ও জোনায়না আহমেদ। ১২ জুলাই এ চ্যাম্পিয়নশিপে শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে। তবে চ্যাম্পিয়নশিপের সাঁতারের ইভেন্টগুলো শুরু হবে ২১ জুলাই থেকে।

Advertisement

সাঁতারু জুয়েল আহমেদ ঢাকা থেকে আজ (বৃহস্পতিবার) কোরিয়া পৌঁছেছেন। বাকি দুইজনের একজন আরিফুল ইসলাম সেখানে পৌছবেন ফ্রান্স থেকে। সেখানে তিনি উচ্চ প্রশিক্ষণে আছেন। আর নারী সাঁতারু জোনায়না কোরিয়া যাবেন ইংল্যান্ড থেকে।

তিন সাঁতারুর সঙ্গে দুইজন কর্মকর্তাও আছেন। তবে কোরিয়ায় ফিনার কংগ্রেস থাকায় তপন চন্দ ও আবদুল হামিদ আগেই গিয়েছেন সেখানে।

আরিফুল ইসলাম অংশ নেবেন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ও ৫০ মিটার ফ্রিস্টাইলে, জুয়েল আহমেদ খেলবেন ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে এবং জোনায়না আহমেদ অংশ নেবেন ৫০ মিটার ফ্রিস্টাইল ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে।

Advertisement

আরআই/এমএমআর/পিআর