কুষ্টিয়ায় মাসুদ রুমী ডিগ্রি কলেজের এক শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে একই কলেজের অধ্যক্ষ সেলিম চৌধুরী ওরফে সজল চৌধুরীর (৪৫) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকার জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
Advertisement
কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকরাম হোসেন দুলাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত সেলিম চৌধুরী ওরফে সজল চৌধুরী কুষ্টিয়া শহরের মিলপাড়া আহম্মেদ লেন এলাকার চৌধুরী আব্দুল আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ মার্চ মাসুদ রুমী ডিগ্রি কলেজের একটি কক্ষে একই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের এক শিক্ষিকার শ্লীলতাহানি করেন অধ্যক্ষ সেলিম চৌধুরী। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশ ২০১৪ সালের ১৩ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দিলেন।
Advertisement
আল-মামুন সাগর/আরএআর/এমকেএইচ