দেশজুড়ে

বিলুপ্ত ছিটমহলে ১৭০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

বাংলাদেশের নতুন ভূখণ্ড বিলুপ্ত ১১১টি ছিটমহলে উন্নয়নের মিশন নিয়ে ঝটিকা সফর শুরু করেছেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী। শনিবার সন্ধ্যায় তিনি নীলফামারীর ডিমলায় অভ্যন্তরে থাকা ৩১ নম্বর নগর জিকাবাড়ি বিলুপ্ত ছিটমহল পরিদর্শন করেন।এসময় তিনি বলেন, সদ্য বিলুপ্ত ১১১টি ছিটের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে ১৭০ কোটি টাকার কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ২১৫ কিলোমিটার রাস্তা নির্মাণ, ৭১৫ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ, ১২টি গ্রোথ সেন্টার ও পাঁচটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। পাশাপাশি উন্নয়নের মূল স্রোতধারায় বাংলাদেশের নতুন অধিবাসীদের সম্পৃক্ত করতে প্রয়োজনে সরকারের কাছে আরো অর্থ চাওয়া হবে।এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর ডিমলা উপজেলায় অবস্থিত বিলুপ্ত ছিটমহল পরিদর্শনে এসে বিলুপ্ত ছিটের বাংলাদেশের নতুন নাগরিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।এই দুই দিনের বিলুপ্ত ছিটমহল পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন এলজিইডির ঢাকা অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান, ছিটমহল উন্নয়ন প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম, নীলফামারীর এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ, ডিমলা উপজেলা প্রকৌশলী শ্যামাপদ ঘোষসহ বিভিন্ন কর্মকর্তাগণ।জাহেদুল ইসলাম/এমজেড/বিএ

Advertisement