জাতীয়

মান্নান খানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের উপ-পরিরচালক নাসির উদ্দিন বাদি হয়ে রাজধানীর রমনা মডেল থানার মামলাটি দায়ের করেন।মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। মামলায় বলা হয়েছে, সৈয়দা হাসিনা সুলতানা অবৈধ সম্পদের মধ্যে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকা গোপন রেখেছেন।এর আগে ২১ আগস্ট একই অভিযোগে আবদুল মান্নান খানের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় মান্নান খানের মালিকানাধীন ৯৬ লাখ ৮৯ হাজার ৯৫৯ স্থাবর সম্পদের মধ্যে ৪ লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপন করেন বলে অভিযোগ আনা হয়। এছাড়া ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৩১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

Advertisement