জাতীয়

নারী হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় ১৭ জুলাই কুলসুম বেগম (৬৯) নামে আরও এক নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর বিটি ০৩৫৯৯৬৬ ও পিলগ্রিম আইডি ১৩৯৮১৯৩।

Advertisement

কুলসুম বেগমের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানার কাচারী পাড়া সারাংপুর গ্রামে। তিনি বেসরকারি হজ এজেন্সি ওয়ালিদ ট্রাভেলসের মাধ্যমে গত ১৫ জুলাই সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স যোগে (এস বি ৩৮১৯) মক্কা পৌঁছান।

এ নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ৯ জন হজযাত্রীর মৃত্যু হয়। এর মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন নারী। ৮ জনের মৃত্যু মক্কায় ও ১ জনের মদিনায়।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

Advertisement

এমইউ/এমআরএম/জেআইএম