মেক্সিকোর মাদ্রক সম্রাট হোয়াকিন এল চ্যাপো গুজম্যানকে যাবজ্জীবনসহ অতিরিক্ত ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন এক মার্কিন বিচারপতি। গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে মাদক ও অর্থ পাচারসহ ১০ টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন ৬২ বছর বয়সী গুজম্যান।
Advertisement
২০১৫ সালে মেক্সিকোর একটি সুরক্ষিত কারাগার থেকে সুরঙ্গ দিয়ে পালিয়ে গিয়েছিলেন গুজম্যান। কিন্তু পরে তাকে আবারও গ্রেফতার করা হয়। এরপর ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।
তিনি ‘সিনালোয়া কার্টেল’-এর সাবেক প্রধান ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, সিনালোয়া কার্টেল মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সবচেয়ে বড় সরবরাহকারী।
বুধবার ব্রুকলিনের আদালতে রায় ঘোষণার আগে এক দোভাষীর মাধ্যমে গুজম্যান বলেন, যুক্তরাষ্ট্রে তাকে অমানবিক মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি ন্যায়বিচার পাননি বলেও অভিযোগ করেছেন।
Advertisement
গুজম্যানকে তার অপরাধের জন্য ন্যূনতম সাজা হিসেবেই যাবজ্জীবন দেওয়া হয়েছে। অতিরিক্তি ৩০ বছরের সাজা দেয়া হয়েছে আগ্নেয়াস্ত্রের বেআইনি ব্যবহারের কারণে। তাকে প্রায় ১৩শ কোটি ডলার জরিমানও গুনতে হবে।
টিটিএন/জেআইএম