দেশজুড়ে

বেনাপোল চেকপোস্টে বিদেশি মদ জব্দ

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমস ভবন থেকে শনিবার বিকেলে পাচারকারীদের ধাওয়া করে ১৮ লিটার উন্নতমানের বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। ২৬ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমস ভবনে অবস্থিত ডিউটি ফ্রি শপ থেকে মাদকের একটি চালান অবৈধভাবে বিক্রি হয়ে পাচার হচ্ছে। বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হলে চোরাচালানীরা দুটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগের মধ্য থেকে ১৮ বোতল বিদেশি মদ (১৮ লিটার) জব্দ করা হয়। নায়েব সুবেদার আব্দুর রহিম আরো জানান, এর আগে অনেকবার তারা চেকপোস্ট কাস্টমস ডিউটি ফ্রি শপ থেকে অবৈধভাবে বিক্রি হওয়া মাদক ও সিগারেটের চালান আটক করেছেন।মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি

Advertisement