কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় টেম্পুচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সন্ধা পৌনে ছয়টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কলিমাজানী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার সোহাগপাড়া গ্রামের টেম্পুচালক আব্দুল মান্নান (৫০) ও কলিমাজানী গ্রামের আজগর আলীর ছেলে নয়া মিয়া (৩৫)। এসময় নিহত নয়া মিয়ার ভাগ্নি স্বপ্না আক্তার টেম্পু থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকাবাসী ও পুলিশ জানান, কলিমাজানী থেকে একটি টেম্পু সোহাগপাড়া যাওয়ার জন্য ছেড়ে আসে। সন্ধা পৌনে ছয়টার দিকে টেম্পুটি ওই রেল ক্রসিং অতিক্রম করার জন্য রেললাইনে উঠে। এসময় টেম্পুর চালক কিছু বুঝে উঠার আগেই কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় টেম্পুটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। এছাড়া ট্রেন আসতে দেখে প্রাণভয়ে টেম্পুর যাত্রী স্বপ্না লাফিয়ে রেল লাইনের পাশে পড়লে আহত হয়। তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নয়াপাড়া গ্রামের বানেজ আলী ও গফুর মিয়া জানান, রেললাইনে উঠার সাথে সাথেই ট্রেনটি এসে টেম্পুটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে টেম্পুটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী প্রায় ২৫ ফুট নীচে খাদে পড়ে যায়। টেম্পুর যাত্রী স্বপ্না লাফিয়ে নামতে পারলেও চালক ও অপর যাত্রী টেম্পু থেকে নামার চেষ্টা করলেও পারেনি। ওই স্থানে রেল গেট না থাকাতে দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা জানান।নিহতদের লাশ দুর্ঘটনার পরই পরিবারের সদস্যরা তাদের বাড়ি নিয়ে গেছেন বলে জানা গেছে। মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এমএএস/আরআইপি
Advertisement