দেশজুড়ে

ঈদে রেলের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে যাত্রীদের সেবা নিশ্চিত করতে রেলের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রেলের অগ্রিম টিকেট দেয়া শুরু হবে। শনিবার দুপুরে চৌদ্দগ্রামের মিয়া বাজার ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদে যাত্রীদের চাপ সামলাতে ঈদের তিন দিন আগে ও পরে সকল রুটে স্পেশাল ট্রেন চালু থাকবে। ঈদে টিকেট কালোবাজারি, মলম পার্টিসহ অপরাধীদের প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে না গিয়ে তিন মাস গুলশানের বাসায় অবস্থান করে অগণতান্ত্রিক আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন। তিনি বলেন, খালেদা জিয়ার আমলে দেশে রেলের একটি ইঞ্জিন ও বগি রেলের বহরে যুক্ত করা না হলেও তিনি আন্দোলনের নামে অনেক রেলের বগি ও ইঞ্জিন পুড়িয়েছেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ক্রমান্বয়ে রেলের সকল রুট ডাবল লাইন করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি শাহ জালাল মজুমদার, কলেজের গর্ভনিং বডির সভাপতি মো. হারুনুর রশিদ, মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুতুন নেছা, রূপালী ইন্সুরেন্স কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক পি.কে রায়, সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক অজিত চন্দ্র আইচ, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, আবদুল বারিক প্রমুখ। এর আগে মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এলাকার বিভিন্ন স্থানে ১৬টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। মো. কামাল উদ্দিন/এমজেড

Advertisement